মা তুমি

মা তুমি


রামধনুর মত প্রকাশ,
নদীর মত প্রবাহমান,
পর্বতের মত কঠিন- মহান।
সে শুধুই তুমি "মা" ।
সেই প্রথম ভাষা,সেই প্রথম আলো
সেই পাথরের বুকে প্রথম প্রাণ,
পানাপুকুরের ফুটে ওটা পদ্ম,
কলঙ্কিত চাঁদ,আমার প্রথম বার কান্নায়
তোমার মলিন হাসি.....
তুমি সেই প্রকৃতি,তুমি সেই উৎস "মা" ।।
(মাতৃদিবসে "মা" এর উদ্দেশ্যে প্রণাম)

লেখা ও ছবি == তানিয়া ইসলাম

প্রথম ভাষা।প্রথম আলো। সেই নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়। যাকে সংসারের বেশির ভাগ সময় করি অবহেলা। যার খুশি কথা বেশিরভাগ সময় ভুলে যায়। আজ সেই ভালোবাসার মানুষ টি কে প্রণাম। শুভ হোক মাতৃদিবস। সকল মা কে প্রণাম, ভালোবাসা আর সুস্থতার কামনা করি।।

মন্তব্যসমূহ