পোস্টগুলি

ঈদ মোবারক । "কৃষকের ঈদ" । কাজী নজরুল ইসলাম । কন্ঠে তানিয়া ইসলাম ৷ .Kazi Nazrul Islam । Tania Islam

ছবি
"ঈদ" পবিত্র ঈদ সকলের কাছে খুশির জোয়ার আনে কি??কোথাও ঈদের চাঁদ যেন "ঝলসানো রুটি" । তবু পবিত্র ঈদের শুভেচ্ছা করি কামনা। ১২১ তম জন্ম দিবসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর পায়ে এই অর্ঘ্য করি নিবেদন। #ঈদ _মোবারক #কৃষকের_ঈদ #কাজী_নজরুল_ইসলাম #তানিয়া_ইসলাম #নজরুল #Kazi_Nazrul_Islam #Nazrul #Tania_Islam #kaji_najrul_islam_er_kobita

হঠাৎ দেখা । রবীন্দ্রনাথ ঠাকুর । কন্ঠে তানিয়া ইসলাম । HOTHAT DEKHA । Rabindranath Thakur । TANIA ISLAM

ছবি
অতীতের বেঁচে থাকা স্মৃতিরা।প্রকাশ হয়ত হতে পারে না,তবু গভীর রেখা ফেলে রাখে।হাজার বারণেও মন মানে না....বার বার সেই চেনা লোকের সমস্ত ছবি আঁকতে থাকে।আর সে সামনে এলে তাকে অচেনা লাগে....তবু ভালো থাকা গুলো নিয়েই আবার নিত্যদিনের ছন্দে ফিরতে হয়।। হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা , ভাবিনি সম্ভব হবে কোনোদিন । আগে ওকে বারবার দেখেছি লালরঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা । আজ পরেছে কালো রেশমের কাপড় , আঁচল তুলেছে মাথায় দোলনচাঁপার মতো চিকন - গৌর মুখখানি ঘিরে । মনে হল , কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে , যে দূরত্ব সর্ষে - খেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে । থমকে গেল আমার সমস্ত মনটা , চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে । হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার । সমাজবিধির পথ গেল খুলে , আলাপ করলেম শুরু - কেমন আছ , কেমন চলছে সংসার ইত্যাদি । সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ - পার হওয়া চাহনিতে । দিলে অত্যন্ত ছোটো দুটো...

মা তুমি

ছবি
মা তুমি রামধনুর মত প্রকাশ, নদীর মত প্রবাহমান, পর্বতের মত কঠিন- মহান। সে শুধুই তুমি "মা" । সেই প্রথম ভাষা,সেই প্রথম আলো সেই পাথরের বুকে প্রথম প্রাণ, পানাপুকুরের ফুটে ওটা পদ্ম, কলঙ্কিত চাঁদ,আমার প্রথম বার কান্নায় তোমার মলিন হাসি..... তুমি সেই প্রকৃতি,তুমি সেই উৎস "মা" ।। (মাতৃদিবসে "মা" এর উদ্দেশ্যে প্রণাম) লেখা ও ছবি == তানিয়া ইসলাম প্রথম ভাষা।প্রথম আলো। সেই নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়। যাকে সংসারের বেশির ভাগ সময় করি অবহেলা। যার খুশি কথা বেশিরভাগ সময় ভুলে যায়। আজ সেই ভালোবাসার মানুষ টি কে প্রণাম। শুভ হোক মাতৃদিবস। সকল মা কে প্রণাম, ভালোবাসা আর সুস্থতার কামনা করি।।

অমূলক

ছবি
অমূলক এতো আঁধার চারিপাশে, এতো মিথ্যের মুখোশে, ভয় হয় সত্য কে কি জবাব দেবার আছে আর কিছু?? এতো আগুন চারিপাশে, এতো হিংসার নাগপাশে... বিগলিত বিবেকের দংশনে হত্যা হচ্ছে মনন,প্রতি নিয়ত।। ছবি ও লেখা --- তানিয়া ইসলাম কঠিন বাস্তবের নাগপাশে মানুষ বড় ব্যস্ত। সৎ আসৎ এর পরিচয় পাওয়া যতটা কঠিন। ঠিক ততটাই কঠিন নিজেকে ঠিক রাখা। একজন মনের মানুষ পাওয়াও অতটাই দুষ্প্রাপ্য। তাই আশাবাদী হওয়ার চেয়ে নিজের কাছে নিজেকে বড় করে পাওয়াটা আসল কথা।।

২৫ শে বৈশাখ "দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।" - রবীন্দ্র সংগীত । তানিয়া ইসলাম Tania Islam

ছবি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমার কন্ঠের ছোট্টো নিবেদন। রবীন্দ্র সঙ্গীত । Rabindra Sangit কন্ঠশিল্পীঃ তানিয়া ইসলাম । Tania Islam দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী, এসো এসো পার হয়ে মোর হৃদয়-মাঝারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে।